Featured

Katatar Vaj Kore Rakh Live at University of Dhaka | Tabib Mahmud & Gully Boy Rana | Bangla Rap Song



Published
তবীব মাহমুদ ও রানার লাইভ কনসার্ট বুক করতে যোগাযোগ করুনঃ [email protected] / 01821814672

লিরিক্সঃ

কাটাতার ভাজ করে রাখ
এ তাবৎ বিশ্ব আমার
কোথাকার কোন জমিদার
এসে বলে সব নাকি তার
মুখোশের হুক দুটি খুল
দেখি তোর লটকানো চুল
হৈ হৈ তরুণ জীবন
ছিড়ে ফেল বোতাম জামার

তুমি যদি বলো আমি স্কুলে যাব
পড়াশোনা শেষে যদি চাকরি না পাই
জীবনের মাঝপথে আমি থেমে যাব
পরিবারে আমি ছাড়া আর কেউ নাই

সিলেবাস জেলখানা জ্ঞান তাতে বন্দি
স্কুল থেকে তাই পালানোর ফন্দি
সপ্তাহে তিনদিন শনি রবি সোমবার
প্রাইভেট ছাড়া স্যার দেন নাতো নাম্বার

ইসকুল কমিটি ও শিক্ষক মন্ডল
দলে দলে ভাগ হয়ে পাকিয়েছে কোন্দল
এইভাবে শিক্ষার ভিত্তিটা দুর্বল
জ্ঞান নয় টাকা আজ সকলের সম্বল

তুমি যদি বলো আমি ইস্কুলে যাব
পড়াশোনা শেষে যদি চাকরি না জোটে
অলি গলি রাজপথে ঘাস বুনে দেব
জীবন টা কেটে যাবে ঘাস কেটে কেটে।



বেকারত্ব কোনো শব্দ নয়
মূমুর্ষ তরুণের কান্না আবেগ
নির্জনে বেকারের চোখ ভরা জল
দেখেছে কি কোনোদিন সমাজ বিবেক

শিপ্লীরা মরে গেছে শিল্প নাই
গান সিনেমাতে ভালো গল্প নাই
রাধুনির সব আছে লাকরি নাই
গ্রাজুয়েট কত দেখো চাকরি নাই

সমাজের দোষে আজ বেকারের সৃষ্টি
জীবনটা গড়ে দিতে সনদটা ব্যার্থ
আমাদের চোখ আছে তাতে নাই দৃষ্টি
পরে আছি শুধু নিয়ে নিজেদের সার্থ

চাকরিটা না পেলে বেলা বোশ শুনবে না
আকাশটা খালি তাতে সূর্য নাই
লাখ লাখ বেকারের লাখ লাখ মাথা
এর কিছু বখে গেলে রক্ষা নাই

ডেকে এনে ভার্সিটি হায়
গ্রাজুয়েট বেকার বানায়
যে বেকার একলা জেগে
হতাশার গল্প শোনায়
হতাশার গল্প শুনো
যে তরুণ যুদ্ধ করে
সে তরুণ বেকার হলে
এ সমাজ তুচ্ছো করে
সমাজের ভাং পাটাতন
কীসের আজ কনভোকেশন
ছিড়ে ফেল বোতাম জামার
হৈ হৈ তরুণ জীবন
কীসের আর চাকরি খোজা
তুলে রাখ সনদটাকে
মোরা ফের কৃষক হব
চল চল সবুজ মাঠে

চল চল সবুজ মাঠে
চল চল সবুজ মাঠে
চল চল সবুজ মাঠে
চল চল সবুজ মাঠে

তুলে রাখ সনদটাকে
তুলে রাখ সনদটাকে
তুলে রাখ সনদটাকে
চল চল সবুজ মাঠে।



আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। ভালোবাসা রইলো সবার প্রতি।


#Hiphoppolice2 #Tabib #Rana
Category
Audio
Be the first to comment